বিয়ানীবাজার নিউজ ২৪। ০৭ এপ্রিল ২০১৭।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মোল্লাগ্রামের একক কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান আফজল। গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামের মুরব্বি ও যুবকরা দুই কাউন্সিলরকে বৈঠকে বসেন। গ্রামের ঐতিহ্য ও ঐক্যের প্রতি সমর্থন জানিয়ে কাউন্সিরর প্রার্থী নাসির নির্বাচন থেকে সরে দাড়ান। তিনি প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান আফজলকে সমর্থন জানিয়ে টেলিব ল্যাম্প প্রতীকের পক্ষে প্রচারণা অংশ নেয়ার আশ্বাস দেন। এতে বৈঠকের সবাই আনন্দ উদযাপন করেন।
৯নং ওয়ার্ডে মোল্লাগ্রাম এলাকা থেকে আফজল ও নাসির মনোনয়নপত্র দায়ের করেন। গত ৫ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিনেও তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ অবস্থায় গ্রামের মুরব্বিরা তাদের নিয়ে বৈঠকে বসেন। েএ বৈঠকে দুই প্রার্থীর সম্মতিতে একক প্রার্থী মনোনীত করা হয়।