বিয়ানীবাজার পৌরসভায় বিকাল ৩টার দিকে পৌরভবনের উদ্বোধন ফলক থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামযুক্ত ফলক ভেঙ্গে ফেলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এরপর পৌরসভার প্রত্যেকটি কক্ষের অবস্থা প্রত্যক্ষ করেন তারা। বিকাল সাড়ে তিনটার দিকে পৌরসভার নকশাকার আশরাফুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেন। তাদের অভিযোগ, নকশকার আশরাফুল ইসলাম নাম ফলক ভাঙ্গতে বাঁধা প্রদান করেন।

পৌর ভবন থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামযুক্ত ফলক ভেঙ্গে ফেলার সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা মিছিল করেন। ছাত্রদের সাথে থাকা শহীদ সাংবাদিক এটিএম তুরাবের জাবুর আহমদ বলেন, পৌর কর্মকর্তা আশরাফুল ইসলাম ছাত্রদের বাঁধা দেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করেন। পরে ছাত্ররা তাকে আটকে রেখে পুলিশের সোপর্দ করে।

এ সময় উত্তেজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা পৌরসভা প্রাঙ্গনে অবস্থান নেন। বিকাল সোয়া ৪টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের হাতে পৌরসভার নকশাকার আশরাফুল ইসলামকে তুলে দেন ছাত্র-জনতা।