বিয়ানীবাজারের মুরাদগঞ্জ মাদ্রাসার হিফয শাখার ছাত্র আসাদ আল মাহমুদ নিখোঁজের একদিন পর আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর এলাকা থেকে পাওয়া গেছে। তাকে পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার হিফয শাখার শিক্ষক হাফিজ আব্দুর রকিব।
গতকাল শনিবার ( ১৬ নভেম্বর) বিকাল ৪ টার সময় বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সায় পথে সে নিখোঁজ হয়।
তার বাড়ি কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামে।
বিয়ানীবাজার মুরাদগঞ্জ মাদ্রাসার হিফয শাখার শিক্ষক হাফিজ আব্দুর রকিব বলেন, নিখোঁজ হওয়া ছাত্রকে পাওয়ার যাওয়ার বিষয়টি জানিয়েছেন তার মা। রাত ৮টার পর তিনি মাদ্রাসায় ফোন করে আসাদ আল মাহমুদের পাওয়া যাওয়ার সংবাদ জানান।