বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারস্থ এস এ পরিবহন থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার পথে ছবিতে প্রদর্শিত জার্সি ভর্তি একটি পার্সেল হারিয়েছে। এর বাহকের ধারনা মঙ্গলবার দুপুরে উত্তর বাজার থেকে সুপাতলা যাওয়ার সময় সড়কের কোন স্থানে এটি পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও আর পাওয়া যায়নি।
কোন হৃদয়বান ব্যাক্তি এর সন্ধান দিলে সন্ধানদাতাকে পুরষ্কৃত করা হবে বলে জানিয়েন পার্সেল এর মালিক।
প্রয়োজনে মোবাইল 01748074555