নিখোঁজের প্রায় আড়াই মাস পর বিয়ানীবাজার থেকে নিখোঁজ হোসাইন আহমদকে ফিরে পেলো তার পরিবার। নিখোঁজ হোসাইন মুড়িয়া ইউনিয়নের ঠেকইকোনা গ্রামের রজব আলীর ছেলে। তাকে ফিরে পেয়ে খুশি পরিবার। রোববার রাতে বড়লেখায় প্রায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় পরিচিতজনের মাধ্যমে সন্ধান মিলে তার। পরে বিয়ানীবাজার থানা পুলিশকে অবগত করে তাকে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার।

পরিবার জানায় গত ৩০ মে বিকাল থেকে কাউকে না বলে বাড়িতে থেকে নিখোঁজ হয় হোসাইন। এরপর থেকে তাকে আত্মীয় স্বজন বা পরিচিত কারো বাড়িতে খোঁজে পাওয়া যায়নি। তখন এ বিষয়ে বিয়ানীবাাজর থানায় একটি ডিডি করা হয়।

এদিকে প্রায় মানসিক ভারসাম্যহীন হোসাইনের চিকিৎসা চলছে বলে জানায় তার পরিবার।

এ বিষয়ে থানার ওসি দেবদুলাল ধর জানান বিয়ানীবাজার থেকে নিঁেখাঁজ হোসাইন আহমদকে খুঁজে পাওয়া গেছে।