বিয়ানীবাজার নিউজ ২৪। ২৪ মার্চ ২০১৭।

বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ফয়জুল হক নামের এক জামসায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গত ১৩ মার্চ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফয়জুল হক (২৭) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারের খশিরবন্দ এলাকার মৃত ফখর উদ্দিন এর পুত্র।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ আবুল বাশার বলেন, গ্রেফতার ফয়জুল হককে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।