বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে। সোমবার বেলা ২টায় পৌরসভার নয়াগ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রেরণা যুবচক্রের সাধারণ সম্পাদক সুয়েব আহমদের সঞ্চালনায় এবং সমিতির আইন বিষয়ক সম্পাদক অজি উদ্দিনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, পৌরসভার কাউন্সিলর নাজিম উদ্দিন, শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, প্রেরণা যুব চক্রের সভাপতি ফয়জুল ইসলাম সিমাল প্রমুখ।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে’র ঈদ উপহার অসহায় পরিবারের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেবে বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাংবাদিক ও প্রেরণা যুব চক্রের সদস্যরা।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, অসহায়দের বাড়িতে খাবার পৌছে দেয়া একটি মহৎ উদ্যোগ। আমাদের প্রত্যেক সংগঠন ও বিত্তশালী দানবিররা এরকমভাবে উপহার ও খাদ্য সামগ্রি বিতরণ করলে উপকারভোগী পরিবার সমাজের কাছে হেয় প্রতিপন্ন হওয়া থেকে রক্ষা পাবে।
উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুল করিম নাজিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ ফখরুল ইসলামসহ সমিতির সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এবিটিভির সর্বশেষ প্রতিবেদন-
এবি মিডিয়া গ্রুপের সিএফও, সাংবাদিক এম সিন উদ্দিন আর নেই, সর্বত্র শোকের ছায়া