বিয়ানীবাজার চন্দরপুর সড়কের নবাং থেকে নালবহর এলাকার মধ্যে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত কয়েখদিন থেকে মহিলা ও একা কোন ব্যক্তি যাতায়াত করলে কিশোর ছিনতাইকারির কবলে পড়েন। বিষয়টি মাথিউরা ইউনিয়নের যুবক ও তরুণরা জানতে পারলে গত দুইদিন থেকে সড়কে দল বেঁধে ওৎপেতে থাকেন। রোববার রাত ৯টার দিকে দুই কিশোর ছিনতাইকারিরে ছিনতাইয়ের সময় তারা ধাওয়া দেন। এক পর্যায়ে এক কিলোমিটারের বেশি জায়গা ধাওয়া দিয়ে নালবহর এলাকা থেকে তাদের আটক করা হয়।
কিশোর ছিনতাইকারিরা সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের সময় মোটর সাইকেল ব্যবহার করেন। তারা ছিনতাই করার পূর্বে রেকি করেন এবং সুযোগ বুঝে সড়কের এ তিনকিলোমিটারের মধ্যে গতিরোধ করে ছিনতাই করেন। ছিনতাইয়ের শিকার হওয়া মহিলা বা পুরুষ ব্যাটারি চালিত টমটম দিয়ে বিয়ানীবাজারের থেকে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন।

স্থানীয়রা জানান, কিশোর ছিনতাইকারি মাথিউরা ইউনিয়নের পাশ্ববর্তী এলাকার। রোববার রাতে তাদের আটক করার পর স্থানীয়রা পরিবার ও অভিভাবকদের পরিচয় পেয়ে তাদের পুলিশে না দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন। একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে ছিনতাই কিশোরদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন এবং এরকম ঘটনার পুনরাভিত্তি হবে না জানিয়ে তারা ছাড়া পান।
জনৈক জনপ্রতিনিধি ও স্থানীয় মুরব্বিরা বলেন, ছিনতাইয়ে জড়িত দুই কিশোরদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের বয়স বিবেচনা করে এবং পরিবারের সুনাম রক্ষার্থে বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধান করা হয়েছে।