অবশেষে বিয়ানীবাজার-চন্দরপুর সড়ক ব্যবহারকারী মানুষ ও যানবাহনের দীর্ঘদিনের দুর্ভোগ-ভোগান্তি শেষ হচ্ছে। নানা নাটকীয়তার পর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সংস্কার কাজ। তবে সংস্কার কাজ চলমান থাকা অবস্থায় বন্ধ দেয়া করে হয়েছেন যান চলাচল। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে স্থানীয় প্রকৌশল অফিস (এলজিইডি) দায়িত্বশীলরা সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে যান চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন।
এদিকে, দীর্ঘদিন পর রাস্তার সংস্কার কাজ চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করলে রাস্তা বন্ধ রেখে কাজ করা নিয়ে দ্বিধা-ভিভক্তি তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, যান চলাচল বন্ধ করে দেয়ায় উপজেলার মাথিউরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেজগ্রামের বাসিন্দারা অনেকটা বন্দি হয়ে পড়েছেন। যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাদের যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় অনেকেই পড়েছেন বিপাকে।

আসুক আহমদ নামে স্থানীয় এক যুবক জানান, পুরো রাস্তা বন্ধ করে সংস্কার কাজ করার মানেটা কি? ঠিকাদার চাইলে তো একপাশের সংস্কার চালু রেখে অন্যপাশে যানবাহন চলাচলের সুযোগ করে দিতে পারতেন, আর এমনটাই হওয়া উচিত। তিনি দ্রুর বিষয়টা বিবেচনাপূর্বক রাস্তার অর্ধেক অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার আহবান জানান।