বিশেষ প্রতিনিধি। ০২ জানুয়ারি ২০১৭।
প্রায় ৪০ ঘন্টা পর বিয়ানীবাজার ক্রিকেট লীগের (বিসিএল) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিএলে ট্রপি উন্মোচন করবেন সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম। আগামী ৪ জানুয়ারি বিকাল ৪টায় পিএইচজি হাই স্কুল মাঠে বিসিএলের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হবে। উদ্বোধনী খেলা ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

বিসিএল আয়োজক সূত্রে জানায়, টুর্নামেন্ট বিয়ানীবাজারের পিএইচজি হাই স্কুল মাঠ ও সুপাতলা ওসমানি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, তিনি অংশগ্রহণকারি ১২টি দলের জার্সি উন্মোচন করবেন। এছাড়া সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম টুর্নামেন্টে ট্রপি উন্মোচন করবেন। উদ্বোধনী খেলা ৫ জানুয়ারি রয়েল ০০৭ ক্লাবের সাথে মোকাবেলা করবে এরাইভেল্স স্পোটিং ক্লাব। রয়েল ০০৭ ক্লাবের প্রতিনিধিত্ব করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল। লীগ ভিত্তিক এ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উপজেলার ১২টি দল অংশ নিচ্ছে।
বিসিএল টুর্নামেন্ট আয়োজন সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ৪ জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠানে চমক থাকবে বলে জানান বিসিএল পরিচালক সাবেক ক্রিকেটার সুবেল আহমদ। তিনি বলেন, প্রত্যেক দলকে আয়োজকদের পক্ষ থেকে জার্সি প্রদান করা হবে। থাকবে ডিজে এবং মডেলিং সো। আরেক পরিচালক ও সাবেক ক্রিকেটার মখলিছুর রহমান ছোটন বলেন, উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুল বাশার সুমনকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা দেয়া হবে। তিনি জানান, বিয়ানীবাজারের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে বিসিএল’র আয়োজন করা হচ্ছে। বিসিএলের অপর পরিচালক সাবেক ক্রিকেটার খালেদ আহমদ ডালিম শীঘ্রই দেশে আসবেন।
টুর্নামেন্টের চেয়ারম্যান জুনেদ খান বলেন, টুর্নামেন্ট সফল করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ম্যাচ পরিচালনার জন্য বিয়ানীবাজার উপজেলা আম্পায়ার এসোসিয়েশনকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি সকল ক্লাব, কর্মকর্তা, ক্রিকেটারসহ ক্রীড়ামোদি ও প্রশাসনের সহযোগিতায় আমরা সফলভাবে টুর্নামেন্ট শেষ করতে পারবো।