বিয়ানীবাজার ক্রিকেট লীগের ১ম সেমিফাইনাল- মঙ্গলবার, খেলতে আসছেন সাইফ উদ্দিন- তোফায়েল- অনিক

বিয়ানীবাজার ১২তম উপজেলা ক্রিকেট লীগের ১ম সেমিফাইনাল আগামীকাল পিএইচজি সরকারি স্কুল মাঠে শুরু হবে সকাল ১০টায়। এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কিংস ইলেভেন বিয়ানীবাজার।

১ম সেমিফাইনাল ঘিরে বিয়ানীবাজার ক্রিকেট পাড়া সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে কিংস ইলেভেন বিয়ানীবাজারের হয়ে খেলতে আসছেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিন। রোববার দুপুর থেকে এ সেমিফাইনাল ম্যাচটি ঘিরে অন্যরকম উত্তেজনা দেখা দিয়েছে দুই ক্লাবের সমর্থক, ভক্ত, শুভাকাঙ্খি ও দর্শকদের মধ্যে।

এদিকে এ্যারাইভাল্স স্পোর্টিং ক্লাবও সেমিফাইনালের জন্য সিলেটের পরিচিত ক্রিকেটার তোফায়েল এবং বিপিএল খেলা অনিককে নিয়ে আসছেন। তবে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন বড় কোন নামের দিকে হাটছে এ্যারাইভাল্স।

প্রথম সেমিফাইনালের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন জবলু বলেন, সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে। জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিন আসছেন বলেই মাঠে প্রচুর দর্শক হবে। একই সাথে দুই দলের অতিথি ও স্থানীয় প্লেয়ারদের শক্তিমত্তা বিচারে খেলাটি প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দর্শকরা খেলাটি মাঠে বসে উপভোগ করতে পারবে।