বিয়ানীবাজারের পূ্র্ব মুড়িয়ায় প্রতি বছরের ন্যায় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সামাদ এবং মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল রাজুর উদ্যোগে প্রায় ৩৫০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে তাদের নিজ বাড়িতে ঈদ সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সামাদ, মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ছানা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল রাজু, সহ সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, সাবেক ইউপি সদস্য আলী আহমদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আলী, উপজেলা কৃষকলীগের সহ সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, স্থানীয় ছাত্রলীগ নেতা মাহিন জাকারিয়া, মাজেদ আহমদ চৌধুরী, নাসিম আহমদ, জুমন আহমদ, তুহিন আহমদ, শাখাত আহমদ, রিয়াজ আহমদ, রেদওয়ান আহমদ, মিজান আহমদ, ফয়ছল আহমদ, ছাব্বির আহমদ, ছায়েম আহমদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরে এই দুই ভাই ঈদ সামগ্রী বিতরণ করে আসছে৷ এ রকম কার্যক্রম আগামীতেও চালিয়ে নিতে আমি তাদের প্রতি শুভ কামনা জানাচ্ছি।