বিয়ানীবাজার নিউজ ২৪। ০২ ফেব্রুয়ারি ২০১৭।
বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় সিটি গেইট রেস্টুরেন্টে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ যুব সমাবেশ থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানা জারী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীম।
উপজেলা যুবদলের সভাপতি হাজি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৌলা হোসেন সুবাষের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অাব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি অাব্দুল মতলিব, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হোসেন পুতুল, জেলা পরিষদ সদস্য এড. মুজিবুর রহমান, সাবেক অাহবায়ক জিয়াউল বারী চৌধুরী, পৌর বিএনপির সভাপতি অাবু নাসের পিন্টু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অাতাউর রহমান, সাধারণ সম্পাদক ছিদ্দিক অাহমদ, সহ সভাপতি ওহিদ অাহমদ তালুকদার, জেলা বিএনপি নেতা অালেকুজ্জামান অালেক, উপজেলা বি এন পির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সহ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অামিন উদ্দিন, এড. রেজা।
[image link=”http://138.197.71.33/wp-content/uploads/2017/02/b.png” img=”http://138.197.71.33/wp-content/uploads/2017/02/b.png” caption=” যুবদলের যুব সমাবেশে বক্তব্য রাখছেন জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান “]
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক অাব্দুল মালেক, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক অাব্দুল বাছিত, সদস্য মিছবাহ উদ্দিন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মাহবুব, শাহীন অাহমদ, ময়নুল রশিদ, ফয়েজ অাহমদ, আয়নুল আবেদীন, শাহীন অাহমদ, উপজেলা যুবদলের সহ সভাপতি অাব্দুল হালিম রানা, কয়ছর অাহমদ কানন, বাবর চৌধুরী, সুহেল অাহমদ, দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক জুবের অাহমদ, যুগ্ম সম্পাদক রিপন অাহমদ, প্রচার সম্পাদক এম এ হাসনাত জামিল, দিলাল অাহমদ, সামছুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি অালম চৌধুরী।