বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ শিপু।
সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
পরিচিতি সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের পরিচয় এবং অনুভূতি ব্যক্ত করেন।
এসময় বক্তারা, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগকে সাংগঠনিক দক্ষতায় সংঘবদ্ধ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ নেতৃবৃন্দকে নিয়ে এক সারিতে দাঁড়িয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় স্থানীয় ছাত্রলীগের গ্রুপ-উপগ্রুপের ঊর্ধ্বে উঠে ছাত্রলীগকে সুসংগঠিত করা, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।