ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি আব্দুল্লাহের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , যুব জমিয়ত নেতা আব্দুল্লাহ আল মামুন, বিয়ানীবাজার পৌরসভা ছাত্র জমিয়তের সভাপতি শরীফুল হাসান।
সভায় সিলেট মহানগর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন, বিয়ানীবাজার পৌরসভা ছাত্র জমিয়তের “নতুন কুঁড়ি” সফলের লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
সভায় এসএসসি পরীক্ষার্থীদেরকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে উপজেলা ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি জাহিদ হাসান,সেক্রেটারি জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম, শেওলা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাঃ শাহিদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাঃ আরশাদ জাফরী, অর্থ সম্পাদক হাঃ আব্দুল্লাহ রাহাত, প্রশিক্ষণ সম্পাদক ফরহাদুর রহমান, প্রচার সম্পাদক ওলিউর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক হাঃ ইসহাক আহমদ, নির্বাহী সদস্য হাঃ মুজাহিদুল ইসলাম, আফজল হুসাইন প্রমুখ।