বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুন) জেলা কৃষক লীগের সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম এ কমিটির অনুমোদন করেন।

আব্দুস সামাদকে (মুড়িয়া) আহবায়ক, তাজুল ইসলাম চৌধুরী (দুবাগ) ও ছফর উদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন (মাথিউরা), শিপার উদ্দিন মুন্না (কুড়ারবাজার) ওয়াহিদুর রহমান খান রানা (চারখাই) শোয়াইবুর রহমান (তিলপাড়া) আলম মিয়া (আলী নগর), জাহেদ হোসেন (মাথিউরা ) সাহেল আহমদ (মুড়িয়া), আবু তাহের (শেওলা) মজনু শাহ (লাউতা), শাহ আলম (দুবাগ), শামছুল আলম (পৌরসভা) অলিউর রহমান (মোল্লাপুর) ও রুহেল আহমদ (মুড়িয়া)।

বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় যুবক নিহত, ঘাতক চালক পলাতক