বিয়ানীবাজার নিউজ ২৪। ১৯ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মাথিউরা ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আজির উদ্দিন গুরুতর অসুস্থ। তিনি বার্ধ্যকজনিত বিভিন্ন রোগে ভোগছেন। তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে কৃত্রিমভাবে তাকে খাবার দেয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধের অন্যতম এ সফল সংগঠক দীর্ঘদিন থেকে বার্ধ্যকজনিতি বিভিন্ন জটিল রোগে ভোগছেন। গত ১২ ফেব্রুয়ারির তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেটের সিটি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারিরীক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

মুক্তিযোদ্ধা আজির উদ্দিনের প্রথম পুত্র উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক আহবায়ক সোহেল আহমদ রাশেদ বলেন, এখন আগের চেয়ে অবস্থা অনেক ভাল। তবে এখনো মুখে খাবার নিতে পারছেন না। চিকিৎসকরা কৃত্রিমভাবে (নল দিয়ে) খাবার দেয়ার ব্যবস্থা করেছেন। তিনি তাঁর পিতা আশুরোগ মুক্তি কামনা করে সকলের  দোয়া চেয়েছেন।