বিয়ানীবাজার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মোছাম্মত স্বপ্না বেগম। তিনি পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। এর পূর্বে প্রতিযোগীদের প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতায় ৯টি পদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এসএমসি বিলুপ্ত করায় এপদে কোন প্রতিযোগী ছিলেন না। এ ছাড়া শ্রেষ্ঠ কর্মচারি ও শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা– এ দুই পদেও কোন প্রতিযোগী না থাকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।