বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আব্দুল করিম মিলন। বুধবার বিকালে উপজেলা শিক্ষা সপ্তাহ-২০২৪ এর দায়িত্বশীলরা তাকে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করেন।

গত মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার শিক্ষা সপ্তাহ-২৪ অনুষ্ঠিত হয়। খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে এ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, সহকারি শিক্ষক, শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ নেন।শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হওয়ায় আব্দুল করিম সকল সহযোগী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

উল্লেখ্য, আব্দুল করিম দীর্ঘ দিন থেকে উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনে শিক্ষকতা করে আসছেন অতীতেও তিনি বিভিন্ন অর্জনে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন।