সকাল হলেই বিয়ানীবজার উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃষ্টিকে উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলার ৮৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হচ্ছে।
ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন প্রত্যেক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। এ সময় তাদের সাথে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ছিলেন।

নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রকমের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ, আনসার সদস্যরা ছাড়াও আইন শৃক্সক্ষলা বাহিনীর সদস্যরা থাকবেন। একই সাথে নির্বাচনের দিন ভোট কেন্দ্র ভিত্তিক স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম কাজ করবে।
ভোট কেন্দ্র এবং আশপাশের কোন নিরাপত্তার শংকা নেই বলে জানিয়ে উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনের সব রকমের প্রস্তুতি রয়েছে। কোন ধরনের শংকার আশংকা নেই।
আগামীকাল অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৯ চেয়ারম্যান প্রার্থীর সাথে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো ১২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।