ব্যাংক এশিয়ার বিয়ানীবাজার শাখার পর এবার ইসলামী ব্যাংকের ৫ দায়িত্বশীল করোনাক্রান্ত হয়েছেন। যদিও করো ভাইরাসের শুরু দিকে ব্যাংক এশিয়ার ৭জন এক সাথে আক্রান্ত হয়েছিলেন। প্রায় চার মাস পর আবারও ব্যাংক পাড়ায় আতংক দেখা দিয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ইসলামী ব্যাংকের ৪ জন এক সাথে আক্রান্ত হয়েছেন। এর একদিন পূর্বে ইসলামী ব্যাংকের মাছুম খান নামের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুক্রাবার রাতে ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রদান করে। এ ছয়জনের ৪জনই বিয়ানীবাজার ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা। তারা হলেন- সাহেদ হোসেন (২৫), মোঃ গোফরান আজাদ (২৯), আলী হোসেন (৩৫) ও মাহফুজ উল্লাহ (৩৮)।

আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে বলে জানান দায়িত্বশীলরা।

 

এদিকে, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৭জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করে ২১১জন রোগী সুস্থ হয়েছেন। উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৭ জন।

করোনা- সিলেটে শনাক্ত ছাড়াল সাড়ে দশ হাজার, মৃত্যু ১৮৫