বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের অধিকাংশ গ্রামজুড়েই ছড়িয়ে পড়েছে বাঘ আতঙ্ক। গত প্রায় এক সপ্তাহ ধরে ইউনিয়নের ফুলমলিক, কাদিমল্লিক, হেতিমখানী, করগ্রাম, পাতনসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কেউ কেউ সরাসরি বাঘ চোখে দেখেছেন, কেউবা রাতের বেলা বাঘের গর্জন শুনেছেন, অনেকেই আবার রাস্তায় বাঘের পদচিহ্নও দেখতে পেয়েছেন। আর এই বিষয়টি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। স্থানীয় কয়েকটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও বাঘ সাদৃশ্য প্রাণীর বিচরণ দেখতে পাওয়ায় আতঙ্কিত মানুষ সন্ধ্যার পর ঘরবন্দি হয়ে থাকছেন। স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে তারা চরম আতঙ্কে রয়েছে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনটি বাচ্চাসহ একটি বড় বাঘ সাদৃশ্য প্রাণী বাড়ির সামনে বিচরণ করছে৷ সেই বাড়ির বাসিন্দা জানান, বাঘের আঁচড়ে তার এক প্রতিবেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর বিষয়টি গুজব মানতে নারাজ গ্রামবাসী। তাদের দাবী, দ্রুত বাঘগুলো আটক করে এলাকা থেকে স্থানান্তর না করলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এজন্য বন বিভাগের কার্যকর প্রদক্ষেপ চান তারা।
স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছেন জানিয়ে বন বিভাগের কর্মকর্তাদের ধারণা,এসব এলাকায় চিতা বাঘ থাকার কথা নয়, তবে মেছো বিড়াল হয়ে থাকতে পারে। তবুও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।