বিয়ানীবাজার আম্পায়ার্স ফোরামের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কার্যালয়ে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে আম্পায়ারদের জার্সি উন্মোচন করা হয়।

আম্পায়ার্স ফোরামের অভিষেক অনুষ্ঠান ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোচেস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর হাসান মনির। বিয়ানীবাজার আম্পায়ার্স ফোরামের সভাপতি আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছালেখ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন
বিয়ানীবাজারের সাবেক কৃতি ক্রিকেটার এবং আম্পায়ার্স ফোরামের উপদেষ্টা জুবের আহমেদ ও কাওসার হোসেন। উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাজেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার লোকমান হোসেন, সভাপতি এমদাদ হোসেন জবলু, সাধঅরণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিফাতসহ আম্পায়ার্স
ফোরামের সদস্য ও সাবেক-বর্তমান ক্রিকেটার বৃন্দ।

বিয়ানীবাজার আম্পায়ারের মান উন্নয়নে ও দেশের বিভিন্ন জায়গায় বিয়ানীবাজার আম্পায়র্স ফোরামের কার্যক্রম ছড়িয়ে দেয়ার অভিব্যক্তি ব্যক্ত করেন অতিথিরা আম্পায়ারদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।