বিয়ানীবাজারে ৮ম তম মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ব্যবস্থাপনায়৷ গত শুক্র ও শনিবার মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিষয়ে পূর্ণ মার্কের পরিক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় পরীক্ষা শুরু হওয়া পরীক্ষার প্রথমদিন সকালে ইংরেজি ও বিকেলে বাংলা এবং দ্বিতীয় দিন সকালে গণিত ও বিকেলে বিজ্ঞান বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিকের একশত দশটি বিদ্যালয়ের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাচলাকালে কেন্দ্র পরিদর্শন করেন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উপদেষ্টা ডা.মাহবুবুল হক সুজা ও সফিক আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম মতলিব।
পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির পক্ষ থেকে ২০২৩ সালের ১৩০ জন সেরা শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে হয়।সোসাইটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উপদেষ্টা ডা.মাহবুবুল হক সুজা, সফিক আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম মতলিব, সাবেক সভাপতি ও পরিক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আরব আমিরাত প্রবাসী সালেহ আহমদ, সাবেক সভাপতি ও বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহমান আফজল, সাবেক সভাপতি ও পরীক্ষার কেন্দ্র সচিব আশরাফুল আলম, কোষাধ্যক্ষ শাকরান হোসেন, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহরিয়ার শাহান, সদস্য সচিব সাইফুর রহমান সাদিক সহ সোসাইটির কার্যকরী কমিটি, সাধারণ পরিষদের সদস্য, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকবৃন্দ।