দেশব্যাপী জেলা উপজেলা পর্যায়ে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম। এর অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলায় করোনা প্রতিরোধক টিকাদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক পর্যায়ের ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা গ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। শিশু শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের এই উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষকরা।
উপজেলা শিক্ষা কর্মকতা মো. রোমান মিয়া বলেন, আগামী ১১ অক্টোবর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদান করা হবে।
শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমণ রোধে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সরকার।