বিয়ানীবাজারের ফয়জুর রহমান হত্যা মামলার প্রধান আসামী ফয়সল আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) ভোর পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাটের সড়কেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
ফয়সল বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গত ৯ মার্চ বিয়ানীবাজারে দু’পক্ষের সংর্ষে মারাত্মক আহত হয়েছিলেন ফয়জুর রহমান। এ ব্যাপারে ওই দিনই বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয় ( নং ০৭/০৯/০৩/২৪)।
ফয়জুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ওই মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হয় বলে জানান বিয়ানীবাজার থানার ওসি।
মামলার অপর দুই আসামিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারগারে পাঠানো হয়েছে।
ফয়সলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার এসআই (নিরস্ত্র) শিমুল রায়।