সুয়াইবুর রহমান স্বপন। ১৮ মার্চ ২০১৭।
আকাশে মেঘের গর্জন। এর মিনি সেকেন্ড পূর্বে আলোর ঝলকানি। এর পর মুহূর্তে বৃষ্টির ধারার মতো শুরু হয় শিলাবৃষ্টি। টিনের ঘরে ঝংকার, ছাদে শিলার ঝমে থাকা কিংবা পিছঢালা রাস্তায় শুভ্রতা ছড়িয়ে মুহূর্তে উপজেলাবাসীকে রাঙ্গিয়ে তুলে। আজ শনিবার বিকাল সোয়া ৫টার দিকে এ শিলা বৃষ্টি উপজেলার পৌরসভাসহ বিশাল এলাকা জুড়ে হয়েছে।

[image link=”http://138.197.71.33/wp-content/uploads/2017/03/shila-1.png” img=”http://138.197.71.33/wp-content/uploads/2017/03/shila-1.png” caption=” মাথিউরা পশ্চিমপাড় এলাকায় একটি বাড়ি আঙ্গিনা জুড়ে শুভ্র শিলা”]
সবুজ ঘাসের মাছে হাসতে কয়েক মিনিট থাকে ঝুম ধারায় ঝরা এসব শিলা। কিছু সময়ের জন্য বিয়ানীবাজার পৌরশহর থমকে যায়। যে যেখানে ছিলেন সেখান থেকে ঝুম ধারায় আকাশ থেকে ঝরা শিলা বৃষ্টি দেখেছেন। দোকান থেকে বের হয়ে ব্যবসায়ীরা উপভোগ করেছেন আকাশে থেকে ঝরা জলের পাথর খণ্ড। প্রাণের উচ্ছ্বাসে কুড়িয়ে নিয়েছে হাতে। আজলা ভরে শিলার শীতলতা গায়ে মেখেছেন পরম আনন্দে।
[image link=”httphttp://138.197.71.33/wp-content/uploads/2017/03/shila-2.png” img=”http://138.197.71.33/wp-content/uploads/2017/03/shila-2.png” caption=” সুবজ ঘাসে আকাশ থেকে ঝরা শুভ্র শিলা “]
তবে এ শিলা বৃষ্টি নগর জীবনে আনন্দ যোগালেও বোরো আবাদে যথেষ্ট ক্ষতি সাধন করতে পারে। যদি এখনো ধানে শীষ আসেনি। তারপরও বোরো ধানের য়থেষ্ট ক্ষতি সাধিত হতে পারে বলে আভাস দিয়ে উপজেলা কৃষি অফিসের দায়িত্বশীলরা।