বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় টমটম চালক এক বৃদ্বের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বাদ মাগরিব বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে কুড়ারবাজার ইউনিয়নের খসির আব্দুল্লাহপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিক উদ্দিন (৬০)।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসীরা।

জানা যায়, উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়কবার্নী এলাকার বাসিন্দা নিহত শফিক উদ্দিন। তার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিহত শফিক উদ্দিন বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে খশির আব্দুল্লাহপুর এলাকায় যাত্রীসহ টমটম উল্টে যায়। এক পর্যায়ে অতিরিক্ত রক্তকরণ হয় নিহত শফিক উদ্দিনের। আশপাশ মানুষেরা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানান, এ ব্যাপারে আমারা অবগত হয়েছি। যথাযথ আইনানুগ ব্যবস্থাসহ নিহত স্বজনের কাছে লাশ হস্তান্তর করি।