বিয়ানীবাজার জামান প্লাজার একটি স্বর্ণের দোকান হতে আরেক ক্রেতার নগদ টাকা ও স্বর্ণের ব্যাগ নিয়ে পলায়নকালে এক মহিলাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে চুরি যাওয়া টাকা ও মালামাল উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে পৌরশহরের বিপনী মার্কেট জামান প্লাজায় এ ঘটনা ঘটে। আটক মহিলা স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাড়ি বড়লেখা পৌর এলাকায় বলে জানিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটের আনজু জুয়েলাসে স্বণালংকার মেরামতে কাজে এক তরুণী দোকানে আসলে তার পিছু নিয়ে ঐ দোকানে প্রবেশ করে আটক হওয়া ওই মহিলা। এসময় ওই তরুণীর পাশে দাড়িয়ে স্বর্ণালঙ্কার নিয়ে দর কষাকষির ফাঁকে পাশে থাকা ঐ তরুণীর ব্যানেটি ব্যাগে থেকে নগদ টাকা ও স্বর্নের ব্যাগ নিয়ে পালিয়ে যান। তাৎক্ষনিক ব্যাগে টাকা না দেখতে পেয়ে তরুনী চিৎকার করলে আশপাশের লোকজন ঐ মহিলাকে মার্কেটের অন্য আরেকটি দোকান থেকে আটক করেন এসময় তার কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেন ব্যবসায়ীরা।
এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং বর্তমানে ধৃত মহিলা থানা পুলিশের হেফাজতে রয়েছে।