বিয়ানীবাজার নিউজ ২৪। ০৫ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজার পৌরশহরের সুপাতরা সমাজ কল্যাণ সংঘের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। এ উপলক্ষে শহরতলীর সুপাতলাস্থ শাহপরান কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ টুর্নামেন্টে অংশ নিতে প্রতিটি দলকে এন্ট্রি ফি ৩শত টাকা দিতে। নাম তালিকাভুক্তি ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১০ হাজার টাকার প্রাইজমানি, রানার্সআপ দলের জন্য ৫ হাজার টাকার প্রাইজমানি এবং ভালো খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আয়োজক কর্তৃপক্ষ।