প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকে বিয়ানীবাজারে টিকা নিতে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সারি লেগে থাকে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৬২৮ জন সিনোফার্মে ভেরোসেল টিকা গ্রহণ করেছেন। এ টিকার প্রথম ডোজ গ্রহণকারিদের চেয়ে নিবন্ধন করা অপেক্ষামানদের সংখ্যা বেশি। এ অবস্থায় টিকা প্রদানের গতি বৃদ্ধি দাবি জানান ভুক্তভোগীরা।

বুধবার চীনের তৈরী ভেরোসেল টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৯০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত সিনোফার্মের ভেরোসেল টিকার প্রথম ডোজ নিয়েছেন ২০ হাজার ৫৮৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ হাজার ৯১৭জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা মজুদ আছে ৪৭৮ ডোজ। টিকা প্রাপ্তি সাপেক্ষে মজুদ বৃদ্ধি পাবে বলে জানান দায়িত্বশীলরা।

এ্যাস্ট্রাজেনেকার কভিশিল্প টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭ হাজার ৯০৯ জন। এ টিকা মজুদ আছে ৫১০ ডোজ।

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণের অপেক্ষায় রয়েছেন নিবন্ধিত প্রায় ২৩ হাজার মানুষ। এদের অনেকেই একমাস আগে টিকার নিবন্ধন করলেও এখন পর্যন্ত টিকা গ্রহণের বার্তা পাননি। তাদের একজন শামীম আহমদ। তিনি বলেন গত ২৯ জুলাই নিবন্ধন করেছি কিন্তু এখন পর্যন্ত ম্যাসেজ আসেনি। তার মতো স্বস্ত্রীক নিবন্ধন করা মিছবা উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দুইবার গিয়ে ম্যাসেজ না আসায় টিকা মারতে পারিনী। তিনি জানান গত ২ আগস্ট তিনি নিবন্ধন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, প্রায় ২২ হাজার নিবন্ধনকারি টিকা গ্রহণের অপেক্ষায়। আমরা প্রতিদিন ৩/৪জনকে প্রথম ডোজের জন্য বার্তা পাঠাচ্ছি। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত টিকার মজুদও নেই। তিনি বলেন, যারাই রেজিস্ট্রেশন করেছেন সবাইকে টিকা প্রদান করা হবে।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা