বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা ডি.এস.পি ক্লাবের ২০২৪-২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন হয়েছে। নতুন কমিটিতে মাহবুব আহমদকে সভাপতি ও রাসেল আহমদ কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

উক্ত নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে আহমেদ মহসিন বাবরের সভাপতিত্বে ও রাশেদ খাঁন নাবিলের সঞ্চালনায় উপস্তিত ছিলেন এমাদ আহমেদ (কাউন্সিলর-১নং ওয়ার্ড),উপস্থিত ছিলেন,আবু বক্কর আবু,আবদুল হান্নান,ফয়জুল হক,জাকির হোসেন,জামাল আহমেদ,প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাফিজ লুৎফুর রহমান সহ সভাপতি, আলী আকবর সহ সভাপতি, পাবেল আহমদ সহ সভাপতি, আহমেদ রিজভী আমীন সহ সাধারণ সম্পাদক, ফরহাদ মাহমুদ তানিম সহ সাধারণ সম্পাদক, ইব্রাহিম আল রুয়েব সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইয়াছিন সহ সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমদ কোষাধ্যক্ষ, ইমন আহমদ সহ কোষাধ্যক্ষ, তানভীর সাইফ শিক্ষা সম্পাদক, আলী রেদোয়ান রাফি সহ শিক্ষা সম্পাদক, ফয়ছল আহমদ প্রচার সম্পাদক, মো: ছামিউল হোসেন হিমেল সহ প্রচার সম্পাদক, ঈসা মিয়া দপ্তর সম্পাদক, সাকিব মাহমুদ ক্রীড়া সম্পাদক, কামরুল আহমদ সহ ক্রীড়া সম্পাদক, কবির আহমদ সমাজকল্যাণ সম্পাদক, মুছা উদ্দিন সহ সমাজকল্যাণ সম্পাদক, ইবান উদ্দিন রাফি পাঠাগার সম্পাদক।