বিয়ানীবাজারে বিদ্যালয় ভিত্তিক নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়াকে শৌখিন নাট্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
তিন পর্বের অনুষ্ঠানের ১ম পর্বে সংগঠনের নতুন উপদেষ্টা হিসেবে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে বরণ করা হয়। দ্বিতীয় পর্বে বিশেষ সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[image link=”https://beanibazarnews24.com/wp-content/uploads/2019/09/masum.jpg” img=”https://beanibazarnews24.com/wp-content/uploads/2019/09/masum.jpg” caption=” সম্মানিত অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন আয়োজকরা “]
সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তন্ময় পাল চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়া। এছাড়াও অতিথি ছিলেন শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, ইউআরসি ইন্সট্রাকটার মোহাম্মদ আহসান কবীর, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল এবং সম্মিলিত নাট্য পরিষদ, বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক শাবুল আহমেদ।
আলোচনা সভায় অনুভূতি প্রকাশ করেন সংগঠনের নাট্যকর্মী আফজাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ জামিল হোসেন, মোঃ আলী আজগর, মুজাহিদুর রহমান, রাজন দাস ও সাধন দাস।
আলোচনা সভা শেষে অতিথিরা সম্মানিত অতিথির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।