শেষ সময়ে এসে জমে উঠেছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌরশহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দিনের মতোই প্রায় প্রতি রাতেই বৈরি আবহাওয়া থাকা সত্ত্বে প্রতিটি বিপনী বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

বরাবরের মতো এবারও বাজারে রয়েছে ভারতীয় পোশাকের আধিক্য, সাথে পাল্লা দিচ্ছে পাকিস্তানি পোশাকও। মেয়েদের ফ্যাশনে বিক্রি বেশি শাড়ি, রেডি থ্রিপিসের পাশাপাশি আলিয়া ভাট, ইন্ডিয়ান নায়রা, সিকুয়েন্স, সারারা গারারা সহ বাহারি নামের পোষাক।

বাজারে নারী ক্রেতাদের চেয়ে পুরুষ ক্রেতা কম হলেও ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরা৷ তবে ফ্যাশনের ক্ষেত্রে বাজার কাপাচ্ছে সিকুয়েন্স কোর্তা পাঞ্জাবি। তাছাড়া অন্যান্য ডিজাইনের পাঞ্জাবির পাশাপাশি শার্ট-প্যান্ট, টি-শার্ট, লুঙিসহ অন্যান্য কাপড়চোপড়ে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, অন্যান্যবারের চেয়ে এবারের বেচাকেনা কিছুটা হলেও বেশি। তবে ঈদের বাজার কিছুটা দেরিতে ধরা দিলেও ব্যবসায় লাভাংশ আসতে শুরু করেছে। এবার ছেলে-মেয়েদের ফ্যাশনে ট্রেন্ড বা ক্রেজ সৃষ্টি হওয়া পোশাকগুলোই বেশি বিক্রি হচ্ছে।

চলমান ঈদের ব্যবসা-বাণিজ্য চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকলে পুরো বছরের আর্থিক ক্ষতির কিছুটা হলেও এবারের ঈদের ব্যবসা থেকে পুষিয়ে নেয়া যাবে- এমনটাই বলছেন বিক্রেতারা।