শীত মৌসুম আসলে বিয়ানীবাজারসহ আশপাশ এলাকায় ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পায়। এই সময়ে ডাকাতি হাত থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে তৎপর রয়েছে পুলিশ। নানা কৌশলে ডাকাত গ্রেপ্তার এবং ডাকাতি চেষ্টা রুখতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর পৌরসভার নিদনপুর হাজীপাড়ায় ডাকাতি ঘটনা পুলিশ মাত্র তিনজনকে গ্রেপ্তার করেছে। একই এলাকায় ডাকাতি চেষ্টাকালে জনতার হাতে আরো ১জন ডাকাত আটক হয়। কিন্তু ডাকাতির সাথে জড়িতদের অনেকেই বাইরে থাকায় উদ্বেগ বাড়ছে উপজেলার প্রত্যন্ত এলাকায়।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর পৌরসভার নিদনপুর হাজীপাড়া এলাকার শাহজাহান কবিরের বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। গত ২৯ সেপ্টেম্ব থানায় মামলা করেন (১৬/ ২৯/০৯/২০২৪) ভুক্তভোগী শাহজাহান কবির। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩০ সেপ্টেম্বর শাকিল আহমদকে গ্রেপ্তার করে। সে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকার আমিনুল হকের পুত্র। একই ঘটনায় পুলিশ আরো দুইজনকে গ্রেপ্তার করেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বিয়ানীবাজার থানা এলাকায় ডাকাতি ঘটনা রুখতে পুলিশ বিভিন্ন পর্যায়ে কাজ করছে। ডাকাতি ঘটনা কিংবা ডাকাতি চেষ্টা রুখতে সব ধরনের প্রস্তুতি পুলিশের রয়েছে। তিনি বলেন, বিয়ানীবাজারে ডাকাতির ঘটনার মাত্র একটি মামলা হয়েছে। সে মামলায় শাকিলসহ আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। নিদনপুর এলাকাবাসী ডাকাতি চেষ্টাকালে আরো একজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছেন। যারা ডাকাতির সাথে জড়িত ছিল তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করবে।