বিয়ানীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে উদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অনিয়মের অভিযোগ সহ শিক্ষকদের পদত্যাগের দাবি তুলে ধরছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা।
শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতি অসন্তুষ্টী রয়েছে উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়, শেওলা ইউনিয়নের সালেশ্বর উচ্চ বিদ্যালয়, চারখাই উচ্চ বিদ্যালয়, মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে বর্তমানে উদ্ভুত পরিস্থিতি বিরাজ করায় স্থানীয়দের মধ্যে শংকা বিরাজ করছে। বিশেষ করে সোমবার পুর্ব মুড়িয়া উঁচ্চ বিদ্যালয়ে ভাংচুর ঘটনায় প্রায় ১০ শিক্ষার্থী আহত হওয়া এবং বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় গণমান্য ব্যক্তিদের অপমানের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের ফটকে তালা দেয়া হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সভাপতি কাজী শামিম। তিনি বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অদ্ভুত পরিস্থিতি দেখা দিয়েছে, সেখানে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান।
সাম্রপ্রতিক সময়ে নানা ইস্যুতে শিক্ষা প্রতিষ্ঠানের এই উদ্ভুত পরিস্থিতির সুষ্ঠু সমাধানে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।