আর্তমানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব বিয়ানীবাজারের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ক্লাব সেক্রেটারি দেলওয়ার হোসেনের অর্থায়নে সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে পৌরশহরের রয়েল স্পাইস রেস্টুরেন্টের হলরুমে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের ফ্রান্স প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আজিম উদ্দিন। এসময় তিনি বলেন, রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সকল উদ্যোগ ব্যতিক্রমী হয়ে থাকে। তিনি প্রবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ক্লাবটির কর্মকান্ড অনুসরণ করেন।

আরও বক্তব্য রাখেন ক্লাবের পিপি সালেহ আহমদ, পিপি কামাল হোসেন, পিপি নজরুল ইসলাম, ক্লাব সার্ভিস ডাইরেক্টর জামিল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি এমরান হোসেন, প্রেসিডেন্ট নমীনী হাসান আহমদ, ক্লাব ট্রেজারার মোঃ জানে আলম,কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর আলাল উদ্দিন, ইয়ুথ সার্ভিস ডাইরেক্টর সাব্বির আহমদ, বুলেটিন এডিটর আব্দুশ শুক্কুর, ইনকামিং ট্রেজারার শাবুল ইসলাম, সদস্য মোঃ আব্দুল হাদী, কাওসার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ অংশে প্রধান অতিথি ফ্রান্স প্রবাসী আজিম উদ্দিনের অর্থায়নে উপজেলার দুবাগ ইউনিয়নের একজন হতদরিদ্র ব্যাক্তিকে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য এক ঢেউটিন প্রদান করা হয়।