রোটারি ক্লাব অব বিয়ানীবাজার’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক প্রীতি দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদের পরিচালনায় পৌরশহরের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মুরাদগন্জ টাইটেল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, পৌর কাউন্সিলর এনাম উদ্দিন, রোটারি ক্লাব অব ঢাকা ডাউনটাউনের পিপি আব্দুল হান্নান।

এসময় দারুস সুন্নাহ মুরাদগন্জ টাইটেল মাদ্রাসা, বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া গফফারনগর মাদ্রসা, জকিগঞ্জের মোট ৫৬ জন দুঃস্থ শিক্ষার্থীকে ইদ উপহার হিসাবে নগদ অর্থাৎ প্রদান করা হয়। এদিন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কোরআন মজিদ বিতরণ এবং মসজিদ নির্মাণে অর্থ সহায়তা- দুইটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়।
এ সময় তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের জন্য ক্লাবের পক্ষ থেকে প্রীতি ইফতার পরিবেশন করা হয়।
এদিন আরও উপস্থিত ছিলেন ক্লাবের পিপি সালেহ আহমদ, পিপি নজরুল ইসলাম, আইপিপি ফয়জুল ইসলাম, প্রেসিডেন্ট নমীনী হাসান আহমদ, ভাইস প্রেসিডেন্ট সুমন আহমদ, ক্লাব সেক্রেটারি দেলওয়ার হোসেন, ক্লাব ট্রেজারার মোঃ জানে আলম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর আনোয়ার হোসেন খান, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর আলাল উদ্দিন, ইয়ুথ সার্ভিস ডাইরেক্টর সাব্বির আহমদ, বুলেটিন এডিটর আব্দুশ শুক্কুর, চীফ সার্জেন্ট এট আর্মস সালেখ আহমদ, সদস্য ডা. আব্দুস সালাম মুক্তা, আব্দুল হামিদ সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।