রোটারি ক্লাব অব বিয়ানীবাজার শনিবার সন্ধ্যায় পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় নতুন আরও তিনটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান ময়না, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মো. ফয়জুল হাসান।
আব্দুল হাসিব জীবন বলেন, রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রজেক্ট সবসময় মানবিক হয়ে থাকে। আজকের সব কটি প্রজেক্ট আমাকে মুগ্ধ করেছে। এজন্য তিনি প্রজেক্ট স্পন্সরদের ধন্যবাদ জানান।
প্রথম প্রজেক্টে যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা কামাল বাদলের অর্থায়নে ২৫ টি সুবিধাবঞ্চিত পরিবারকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রীর প্যাকেট উপহার দেওয়া হয়। চার হাজার টাকা মূল্যমানের প্রতি প্যাকেটে ২৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি খেজুর, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, আধা কেজি ডালডা ঘি, আধা কেজি মরিচ, হলুদ ও বাখর গুড়া দেওয়া হয়।
দ্বিতীয় প্রজেক্টে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদের অর্থায়নে উপজেলার দুবাগ ইউনিয়নের একজন ক্ষুদ্র ব্যাবসয়ীকে মূলধন বাবদ পঞ্চাশ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।
তৃতীয় প্রজেক্টে ক্লাবের প্রবাসী সদস্য রোটারিয়ান প্রফেসর এম এ মালিকের অর্থায়নে পৌরশহরের একজন দুঃস্থ ব্যাক্তিকে গৃহ নির্মাণ সহায়তা বাবদ দশ হাজার টাকা প্রদান করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের পিপি সালেহ আহমদ, পিপি নজরুল ইসলাম, পিপি কামাল হোসেন, আইপিপি ফয়জুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট হাসান আহমদ, ক্লাব সেক্রেটারি দেলওয়ার হোসেন, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর আনোয়ার হোসেন খাঁন, বুলেটিন এডিটর আব্দুশ শুক্কুর, ক্লাব ট্রেজারার মো. জানে আলম, ইনকামিং ট্রেজারার শাবুল ইসলাম, সদস্য ডা. আব্দুস সালাম মুক্তা, ডা. শাহরিয়ার রহমান শুভ, কাওসার আহমদ, শাহজাহান সিদ্দিকী প্রমুখ।