বিয়ানীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে রফি চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার দুবাগ ইউনিয়নের সুপ্রিম সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে রাজনৈতিক, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা ছিদ্দিকী, সাবেক সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুব দলের সাবেক সদস্য লিটন আহমদ, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ চৌধুরী, রফি চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ছানাউর আলী চৌধুরী সভাপতি হাজী ছয়ফুল আলম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সমাজসেবক রুহেল আহমদ চৌধুরী, যুবদল নেতা জামাল আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন সহ আরো অনেকে।

ইফতার মাহফিলে সাংবাদিকের মধ্য থেকে অংশ নেন এ এইচ আরিফ, নুরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, আহমদ রেজা চৌধুরী, রুবেল আহমদ আরো অনেকে অংশ নেন।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রফি আহমদ চৌধুরীর রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে ভূয়সী প্রশংসা ব্যক্ত করেন অতিথিরা।

এ রকম সামাজিক কার্যক্রম আগামী দিনেও চালিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতা কামনা করেন সংগঠনের দায়িত্বশীলরা।

ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা সামাজিক সংগঠন রফি চৌধুরী ফাউন্ডেশন। মানবতার উন্নয়নে সামাজিক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখতে বদ্ধপরিকর এই সংগঠনটি।