বাড়ি থেকে বিয়ানীবাজার পৌরশহরে শপিং করতে এসে আব্দুল আলিম নামে এক কাতার প্রবাসী জরুরী কাগজপত্র ও নগদ অর্থসহ ম্যানিব্যাগ হারিয়েছেন। আব্দুল আলিমের বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে।

গত বুধবার বিকালে তিনি বাড়ি থেকে বের হয়ে বিয়ানীবাজার পৌরশহরের স্বপ্ন সুপার সপের কাছে এসে দেখতে পান প্যাকেট মানিব্যাগটি নেই। তাৎক্ষণিক সম্ভাব্য এলাকায় খোঁজাখোজি করেও মানিব্যাগটি না পেয়ে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করেন তিনি। হারিয়ে যাওয়া মানিব্যাগে কাতারের রেসিডেন্স কার্ডসহ জরুরী কিছু কাগজপত্র এবং নগদ অর্থ ছিলো।

সহৃদয়বান কোন ব্যাক্তি যদি ম্যানিব্যাগটি পান তবে তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আব্দুল আলিম। সন্ধানদাতাকে পুরষ্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি। যোগাযোগ- মোবাইলঃ ০১৮১৫-৮২১৬৬১ (আব্দুল আলিম)।

বিয়ানীবাজারে কি আসলেই অক্সিজেন সংকট কারণ অনুসন্ধান করেছে এবিটিভি