বিয়ানীবাজার সম্মিলীত নাট্য পরিষদের উদ্যোগে ‘মেয়র সাহিত্য-সংস্কৃতি ও নাট্য উৎসব’ আগামী জানুযারি মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর মেয়রের কার্যালয়ে সম্মিলীত নাট্য পরিষদসহ সংস্কৃতি অঙ্গনের দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সব কিছু শেষ করে আগামী জানুয়ারি মাসের শেষ দিকে ‘মেয়র সাহিত্য-সংস্কৃতি ও নাট্য উৎসব’ আয়োজনের সিদ্ধান্তের পাশাপাশি নাট্যাঙ্গনের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদের নাট্যজন পদক প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

বিয়ানীবাজার সম্মিলীত নাট্য পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, সবাইকে নিয়ে আমরা একটি উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়েছি। শিগগিরই সংস্কৃতি অঙ্গনের সবাইকে নিয়ে আরো একটি সভার মাধ্যমে আমাদের আয়োজন সম্পর্কে আলোচনা হবে। তিনি বলেন, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের আয়োজনে ২০১৫ সালের নাট্য উৎসব আয়োজন করা হয়েছিল। এর পর দীর্ঘ সময়ে সেরকম ভাবে আমরা কোন কিছু করতে পারিনী। এবার সবার সহযোগিতায় তিনদিনব্যাপী উৎসব আয়োজন এবং সফল পরিসমাপ্তি করবো।