মানহীন ও ভেজাল প্রসাধনীতে সয়লাব কসমেটিকস বাজার। নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তবে বিয়ানীবাজারে গুণগত মানসম্পন্ন, আসল প্রসাধনী, কসমেটিকস ও গিফট আইটেমের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে মানহা কসমেটিক্স এন্ড গিফট কর্ণার।

এখানে সুলভ মূল্যে মিলবে দেশী-বিদেশী নামি-দামি ব্যান্ডের সকল প্রসাধনী, কসমেটিক, নান্দনিক ও ইউনিক ডিজাইনের গিফট সামগ্রী। রবিবার পৌরশহরের কলেজ রোডস্থ মুছা মার্কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে আয়জিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, প্রতিষ্ঠানের মালিক ও শুভাকাঙ্ক্ষীরা। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, ফ্যাশন সচেতন বিয়ানীবাজারবাসীর চাহিদা বিবেচনায় দেশী বিদেশী ব্যান্ডের কসমেটিক ও গিফট আইটেম কালেশন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনসুর আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল গনি, মনজুর আহমদ, হাজী আব্দুল খালিক পাপলু, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রউফ সুমন ব্যবসায়ী সুমন আহমদ, এলাহি আহমদ দিপু, লিমন আহমদ, আরিফ আহমদ, সামাদ আহমদ, নাঈম আহমদ, মোয়াজ্জিন হোসেন, মো: আইনুল হক সহ আর অনেকে।