বিয়ানীবাজার উপজেলা মসজিদের সামন থেকে রোববার রাত অনুমান ৮টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি গেছে।

গাড়ি চালক শাব্বির আহমদ মসজিদের সামনে পার্কিং করে মসজিদে নামাজ পড়তে যান। এশা ও তারাবির নামাজ শেষ করে দেখেন যথাস্থানে সিএনজিটি রাখা নেই। আশপাশে খোঁজ করে না পেয়ে নিশ্চিত হন তার সিএনজি চুরি গেছে।

চালক শাব্বির আহমদ পৌরসভার ফতেহপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি চুরি যাওয়া সিএনজির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন।