বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার রাতে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ। এর আগে মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষার আহ্বায়ক শাহরিয়ার শাহান পরীক্ষায় চূড়ান্ত ফলাফল তালিকা পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ, সোসাইটির সভাপতি আব্দুস ছালাম তাপাদার শিপু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদের কাছে হস্তান্তর করেন।

মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে নয়াগ্রাম-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মো.দালিয়ান হোসেন আয়ান (প্রাপ্ত নাম্বার ৩৮৮), ২য় আইডিয়েল কলেজিয়েট স্কুল তানিশা মাহবুব সোহা (প্রাপ্ত নাম্বার ৩৮১), ৩য় নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমিত চক্রবর্তী (প্রাপ্ত নাম্বার ৩৮১), ৪র্থ হাজী আব্দুল জলিল কিন্ডারগার্টেন নুজহাত আহমদ রামিছা (প্রাপ্ত নাম্বার ৩৮০), ৫ম আইডিয়েল কলেজিয়েট স্কুল প্রাচুর্য কর পার্থ (প্রাপ্ত নাম্বার ৩৭৬), ৬ষ্ঠ বিয়ানীবাজার আদর্শ কিন্ডারগার্টেন সুনন্দন রায় (প্রাপ্ত নাম্বার ৩৭৫), ৭ম কালাইউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহসীফ আহমদ (প্রাপ্ত নাম্বার ৩৭২), ৮ম গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় রোহামা আফনান (প্রাপ্ত নাম্বার ৩৭২), ৯ম আজাদ চৌধুরী কিন্ডারগার্টেন মুহাজির আহমদ (প্রাপ্ত নাম্বার ৩৭১), ১০ম মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকিফ আহমদ শিকদার (প্রাপ্ত নাম্বার ৩৭১), ১১তম আইডিয়েল কলেজিয়েট স্কুল মারিয়া সাবা (প্রাপ্ত নাম্বার ৩৭০), ১২তম খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় খালিদ বিন মাসুম (প্রাপ্ত নাম্বার ৩৭০), ১৩তম আইডিয়েল কলেজিয়েট স্কুল তাছনিম মাহমুদ (প্রাপ্ত নাম্বার ৩৭০), ১৪তম দুবাগ আইডিয়াল একাডেমি মাহিন চৌধুরী (প্রাপ্ত নাম্বার ৩৬৯), ১৫তম আজাদ চৌধুরী কিন্ডারগার্টেন মাহির শাহরিয়ার (প্রাপ্ত নাম্বার ৩৬৮), ১৬তম চান্দগ্রাম-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় তাফযিরুল মাহি (প্রাপ্ত নাম্বার ৩৬৮), ১৭তম আইডিয়েল কলেজিয়েট স্কুল তাওহিদা রহমান (প্রাপ্ত নাম্বার ৩৬৭), ১৮তম নিদনপুর মুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাহিয়ান হোসেন নাবীল (প্রাপ্ত নাম্বার ৩৬৮), ১৯তম শেখ ওয়াহিদুর রহমান একাডেমি আশিক জামান ইশান (প্রাপ্ত নাম্বার ৩৬৪), ২০তম বিয়ানীবাজার জামেয়া উচ্চ বিদ্যালয় মো. সিফাত ইসলাম শান্ত (প্রাপ্ত নাম্বার ৩৬৪), ২১তম বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সানজিদা মিদাতুল নোভা (প্রাপ্ত নাম্বার ৩৬২), ২২তম দুবাগ আইডিয়াল একাডেমি তাহসিন আহমদ (প্রাপ্ত নাম্বার ৩৬১), ২৩তম শেখ ওয়াহিদুর রহমান একাডেমি আরাফাত রহমান তাহছিন (প্রাপ্ত নাম্বার ৩৬১), ২৪তম বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মোছা. নাজিফা জান্নাত (প্রাপ্ত নাম্বার ৩৬০), ২৫তম আজাদ চৌধুরী কিন্ডারগার্টেন সালমান হাবিব (প্রাপ্ত নাম্বার ৩৫৮), ২৬তম সিলেটিপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহছিনা জান্নাত সাদিয়া (প্রাপ্ত নাম্বার ৩৫৫), ২৭তম কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুনিরা জান্নাত লোদী (প্রাপ্ত নাম্বার ৩৫৪), ২৮তম বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় নুসরাত জামান (প্রাপ্ত নাম্বার ৩৫১), ২৯তম নিদনপুর মুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জহুরা হোসেন তাপাদার (প্রাপ্ত নাম্বার ৩৪৮), ৩০তম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মো. মাহমুদ হোসেন ইব্রাহীম (প্রাপ্ত নাম্বার ৩৪৮), ৩১তম ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খালিদ মো.সাইফুল্লাহ (প্রাপ্ত নাম্বার ৩৪৮), ৩২তম কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৌফিক আহমদ ফয়েজী (প্রাপ্ত নাম্বার ৩৪৮), ৩৩তম দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্ণব দাস (প্রাপ্ত নাম্বার ৩৪৭), ৩৪তম শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আরশিয়া আনজুম (প্রাপ্ত নাম্বার ৩৪৭), ৩৫তম জলঢুপ দীননাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় রুপম চক্রবর্তী (প্রাপ্ত নাম্বার ৩৪৭), ৩৬তম ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোছা. ফাতিমা বেগম (প্রাপ্ত নাম্বার ৩৪৬), ৩৭ম বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আদৃতা কর অর্ষা (প্রাপ্ত নাম্বার ৩৪৫), ৩৮তম চন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় লিয়ানা আশরাফ খান (প্রাপ্ত নাম্বার ৩৪৫), ৩৯তম নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মো.মাহদী হাছান খান (প্রাপ্ত নাম্বার ৩৪৩), ৪০তম সুহৃয় ভট্টাচার্য স্বাক্ষর (প্রাপ্ত নাম্বার ৩৪২)।
এদিকে, বৃত্তি প্রাপ্ত ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পরীক্ষার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী আলতাফ হোসেন চৌধুরী ইছবা ও চলচিত্র নির্মাতা ইফতেখার হোসেন চৌধুরী লিটন। মরহুম আয়াছ আলী চৌধুরীর পরিবারের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে ৭ম বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।