বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ। এর আগে মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষার আহ্বায়ক তাজবির আহমদ ছাইম ও সদস্য সচিব শাকরান হোসেন পরীক্ষায় চূড়ান্ত ফলাফল তালিকা পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ, সোসাইটির সভাপতি আব্দুর রহমান আফজল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের কাছে হস্তান্তর করেন।

মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে চান্দগ্রাম ২সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ওমর আশফাক আবির (প্রাপ্ত নাম্বার ৩৭৫), ২য় কসবা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জান্নাত (প্রাপ্ত নাম্বার ৩৭১), ৩য় আইডিয়াল কলিজিয়েট স্কুলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুইঁ (প্রাপ্ত নাম্বার ৩৬৩), ৪র্থ আইডিয়াল কলিজিয়েট স্কুলের শিক্ষার্থী তানজিম হক লিমু (প্রাপ্ত নাম্বার ৩৬৩), ৫ম নয়াগ্রাম ২সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি ইসলাম (প্রাপ্ত নাম্বার ৩৬১), ৬ষ্ট টিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিয়া তাবাচ্ছুম ছামিয়া (প্রাপ্ত নাম্বার ৩৫৯), ৭ম খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইন্দ্রানী কর্মকার (প্রাপ্ত নাম্বার ৩৫৮), ৮ম খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী নুসরাত জাহান নৌশিন (প্রাপ্ত নাম্বার ৩৫৩), ৯ম খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লুবানা পারভিন (প্রাপ্ত নাম্বার ৩৫২), ১০ম আইডিয়াল কলিজিয়েট স্কুলের শিক্ষার্থী নুসরাত জাহান (প্রাপ্ত নাম্বার ৩৫১), ১১তম মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী নাবিলা ইসলাম (প্রাপ্ত নাম্বার ৩৫১), ১২ তম আইডিয়াল একাডেমি পুর্ব মুড়িয়ার শিক্ষার্থী মোছা. রুকাইয়া রুকু (প্রাপ্ত নাম্বার ৩৪৬), ১৩তম তেরাদল ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়ান ছামীন অর্ক (প্রাপ্ত নাম্বার ৩৪৬), ১৪তম কসবা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়র শিক্ষার্থী আশরাফুল করিম তাওহিদ (প্রাপ্ত নাম্বার ৩৪৪), ১৫তম ঘুঙ্গাদিয়া একাডেমির শিক্ষার্থী নৌরিন হেলাল (প্রাপ্ত নাম্বার ৩৪৩), ১৬ তম দুধবকশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাইমিন (প্রাপ্ত নাম্বার ৩৪২), ১৭তম ডা. ফয়জুল ইসলাম সানফ্লাওয়ার একাডেমির শিক্ষার্থী ছানিয়া বিলাল আঁখি (প্রাপ্ত নাম্বার ৩৪১), ১৮তম মারস্ কলিজিয়েট স্কুলের শিক্ষার্থী তাওবাতুন নাসুহা (প্রাপ্ত নাম্বার ৩৪০), ১৯তম ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন হোসেন (প্রাপ্ত নাম্বার ৩৩৮), ২০তম নবাং সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুমিন (প্রাপ্ত নাম্বার ৩৩৮), ২১তম নলেজহোম স্কুলের শিক্ষার্থী মিফতা উল জান্নাত ছামরিন (প্রাপ্ত নাম্বার ৩৩৮), ২২তম গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. লাবিব উদ্দিন (প্রাপ্ত নাম্বার ৩৩৭), ২৩তম আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজিরা সুলতান (প্রাপ্ত নাম্বার ৩৩৪), ২৪তম হাজী আব্দুল জলিল কিন্টারগার্টেনের শিক্ষার্থী ছামিউল ইসলাম তাহমিদ(প্রাপ্ত নাম্বার ৩৩৪), ২৫তম লোকমান চৌধুরী একাডেমির শিক্ষার্থী জাকওয়ান হাফিজ খান (প্রাপ্ত নাম্বার ৩৩৩)।

এদিকে, বৃত্তি প্রাপ্ত ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পরীক্ষার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী আলতাফ হোসেন চৌধুরী ইছবা ও চলচিত্র নির্মাতা ইফতেখার হোসেন চৌধুরী লিটন। মরহুম আয়াছ আলী চৌধুরীর পরিবারের পৃষ্ঠপোষকতায় এ নিয়ে ৫ম বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।