সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর থেকে নিরাপদে রাখতে পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়তের দায়িত্বশীলরা। রোববার বিকালে পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করে উপজেলার সনাতন সম্প্রদায়ের মানুষের খোঁজ খবর নেন তারা।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মস্তফা উদ্দিন, পৌর আমীর মাওলানা জমির হোসাইন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বর্তমান চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী, সহ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামিদ, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি আশিকুর রহমান হেলাল,উপজেলা কর্মপরিষদ সদস্য শফি আহমদ মুন্না, স্থানীয় জামায়াত নেতা এবাদুর রহমান সহ আরো অনেকে।

পরিদর্শন শেষে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম বলেন, বিয়ানীবাজারের সম্পীতি বজায় রাখতে আমরা সবাই যুগ যুগ ধরে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতেছি।

এর আগে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপজেলার বাসুদেব মন্দির পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, পূর্ব মুড়িয়া ইউনিয়ন সেক্রেটারি খায়রুল ইসলাম, কুড়ার বাজার ইউনিয়ন সভাপতি হোসাইন আহমদ, মুল্লাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু তাহের, মামুন আহমদ, স্বকেস চন্দ্র, নান্নু সহ আরো অনেকে।

মন্দিরসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সকলের সহযোগিতা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দিরের সেবায়তরা।