বিয়ানীবাজারে বিয়ের মাত্র ১৮ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নববধূর এমন মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন (২৮) এর সাথে তার (২০) বিয়ে হয়। খবর পেয়ে পুলিশ স্বামীর বাড়ি থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, স্বামী বিদেশ থেকে আসার পর ১১ রমজান তাদের বিয়ে হয়। নাসিরের পাশের ঘরে গৃহবধূর খালার বিয়ে হয়েছে। ওই সুবাদে তিনি খালার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন। তার পিতার বাড়ি বড়লেখা উপজেলার কবিরা গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে আমরা তৎপর রয়েছি।