সিলেটের বিয়ানীবাজার গজুকাটা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩০ লক্ষ টাকার  প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি ৫২ব্যাটালিয়ন। এ সময় অবৈধভাবে মাদক বহনকরা দিায়ে সিএনজিচালিত অটোরিক্সাকে জব্দ করা হয়। বুধবার (২৬ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  বিজিবি ৫২  বিয়ানীবাজার ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, বিয়ানীবাজার গজুকাটা বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বুধবার (২৬ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গহেলাপুর প্রথম ব্রিজ এলাকায় অভিযানের সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিক্সাকে থামানোর চেষ্টা করলে অটোরিক্সাচালক ও যাত্রীরা অটোরিক্সাটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় চিহ্নিত মাদক কারবারি মোঃ আসলাম হোসেনকে (৪০) আটক করে বিজিবির টহলরত সদস্যরা। অপর চার জন পালিয়ে যায়। এসময় তাকে ও অটোরিক্সা তল্লাশী করে ৮১ টি নীল পলিথিনের প্যাকেট জব্দ করে। জব্দকৃত প্যাকেট থেকে ৯৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসলাম হোসেন উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের মঈন উদ্দিনের ছেলে। অটোরিক্সাতে থেকে পালিয়ে যাওয়া অপর চারজন হলেন, একই এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে আলম হোসেন (৫০), মৃত আইনুল হকের ছেলে মোঃ আব্দু সামাদ (৪৫), মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুস সালাম (৪৫), মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুর রাজ্জাক বটলা (৫০)।

বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসলাম স্বীকার করে, সে দীর্ঘ দিন থেকে ইয়াবা পাচার সিন্ডিকেটের সাথে যুক্ত রয়েছে।

এ বিষয়ে ৫২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক মোঃ মেহেদী হাসান পিপিএম বলেন, ‘‘সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে, যাতে করে সীমান্তে বিজিবি জনগণের আস্থার প্রতীক হয়ে থাকতে পারে। বিজিবি সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করে। িএ সময় তিনি মাদক চোরাচালান বা অন্য যে কোন অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে অবহিত করার আহবান জানান।