আইএফআইসি ব্যাংক লিমিটেডের বিয়ানীবাজার শাখার আয়োজনে দিনব্যাপী প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার শাখার কার্যালয়ে বাহারি পিঠার সমারোহ এবং রঙ্গীন সাজসজ্জায় এই উৎসব আমেজে অংশগ্রহন করেন ব্যাংকের গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সকালে ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। পরে দিনব্যাপী ব্যাংকের নিয়মিত গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বাহারি পিঠা দিয়ে আপ্যায়ন করেন।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আইএফআইসি ব্যাংক লিমিটেড দেশব্যাপী সকল শাখা সমুহের সম্মানিত গ্রাহকদের সম্মানার্থে এবার প্রতিবেশী উৎসব আয়োজন করছে। আইএফআইসি ব্যাংকের গ্রাহক পরিচিতি এবং ব্যাংকের বিভিন্ন সেবা সর্ম্পকে সবাইকে জানাতে এই ধরনের আয়োজন করা হয়েছে।